Friday, July 1, 2016

আমার বাড়ি

শিভ্ম কনস্ট্রাকশন এর পথচলা শুরু হয় 2013 সালে, খুব ছোট এক স্বপ্ন নিয়ে। ভাবিনি এত তাড়াতাড়ি প্রথম লক্ষ্যে পৌঁছাতে পারবো। কারণ ব্যাবসায়িক যে প্রতিষ্ঠান এ যুক্ত হয়েছিলাম সেখানে বহু আগে থেকেই অনেক বড় অনেক প্রতিষ্ঠান সফলতার সাথে কাজ করছিলেন। প্রতিযোগিতা অনেক, শুধু অদম্য মনোবল নিয়ে লড়ে গিয়েছিলাম কোনো একসময় মনে আসা এক প্রশ্ন নিয়ে, মধ্যবিত্ত লোকের নিজের ঘরের যে স্বপ্ন তা কত সস্তায় দেওয়া যেতে পারে।
     এই ভাবনা থেকেই ভাবা শুরু। আর আজ তা কিছুটা হলেও করতে পেরেছি। “নিজের জমিতে নিজের বাড়ি” মাত্র ১৬ লক্ষ্য টাকা থেকে শুরু। এই দুর্মূল্যের বাজারে এটা করতে পারাটা শিভম এর এক অকল্পনীয় সাফল্য। আধুনিক নকশা, ভালো মেটেরিয়াল, এবং সমস্ত আধুনিক সুবিধা দিয়ে, বড় বড় বিল্ডার এর সাথে প্রতিযোগিতায় টিকে সাধারণ মধ্যবিত্তর হাতে তার স্বপ্নের বাড়ির চাবি তুলে দিতে পারি এটাই সাফল্য,এটাই সবচেয়ে বড় প্রাপ্তি শিভম এর আগামীদিনে পথচলার জন্য। শিভম কনস্ট্রাকশন সাধারণ এক মধ্যবিত্ত মানুষের স্বপ্ন,আর শিভম কনস্ট্রাকশন মধ্যবিত্তর স্বপ্নপূরনের মাধ্যমেই মহীরুহে পরিণত হবে।

No comments:

Post a Comment