বাড়ি তৈরি করার একটি প্রধান উপাদান ড্রইং।
ড্রইং তিন প্রকার,
১)লাইন ড্রইং
২)স্ট্রাকচারাল ড্রইং
৩)3D ড্রইং
বর্তমানে খরচ বাঁচাতে আমরা ভুল করে বিভিন্ন ড্রাফটস ম্যান কে দিয়ে ড্রইং করাই, তারা নিজের সীমিত জ্ঞান নিয়ে কোনোরকম একটা ড্রইং করে দেন। কিন্তু এটাও জানতে হবে আমরা যে পরিমান অর্থ ব্যয় করে একটি ঘর বানাই শুধুমাত্র এই ড্রইং এর দোষে তা নষ্ট হতে পারে। একটা বাড়ির লোড বিয়ারিং ক্ষমতা না বুঝতে পারল চলবে না। এর উপর ভিত্তি করেই বাড়ির জীবন।
তাই ভালো কোনো সিভিল engineer দিয়েই বাড়ির ড্রইং করা উচিত। আরো বিস্তারিত জানাবো পরের লেখায়।
চলবে........
No comments:
Post a Comment