বাড়ি তৈরি করতে গিয়ে আমরা নানা রকম সমস্যায় পড়ি, বাড়ির নকশা কোথায় তৈরী করবো, নকশা কেমন হওয়া উচিত? বাড়ি তৈরির জিনিসপত্র কোথায় কিনবো? সস্তায় কোথায় পাবো? সস্তা জিনিস ভালো হবে না দামি কারন বাড়ি তো একবারই বানাব। মিস্ত্রি কে কথা বলে নিজে বানাবো না কোনো কন্ট্রাক্টর কে বানাতে দেব? বাড়ির কাজ ঠিক হচ্ছে কিনা কি করে জানব? হোম বিল্ডিং লোন কোথায় কম সুদে পাবো? বাড়ি তৈরির বিভিন্ন পারমিশন কোথায় কিভাবে পাবো? এরকম নানা প্রশ্নের সম্মুখীন হয়ে শেষমেষ এক হজরলব তৈরী হয় আর টাকার ও শ্রাদ্ধ হয়। এসবের সহজ নিস্তার বলবো আমাদের আগামী পোস্টে। চোখ রাখুন.....
আমাদের ব্লগ এবং ওয়েবসাইট এ
www.sivamconstruction.in
আমাদের ব্লগ এবং ওয়েবসাইট এ
www.sivamconstruction.in
দ্বিতীয় ভাগ
প্রথম চিন্তার বিষয় জমি কেমন নেবেন? জমি কেনার আগে সবার আগে যেটা বিচার করবেন তা হলো আপনি কিরকম পরিবেশ পছন্দ করেন এবং আপনার বাড়ির সদস্যরা কে কি কাজ এ যুক্ত। ধরুন আপনার ছেলে মেয়েরা স্কুল স্টুডেন্ট সবার আগে দেখুন আপনি যেখানে বাড়ি বানাবেন সেখান থেকে স্কুল কতদূরে? তারপর দেখুন আপনার কর্মস্থল আর জমির দূরত্ব কত? হাসপাতাল কত দূরে? বাজার কত দূরে? যদি আপনি খুববেশি হৈচৈ পছন্দ না করেন তাহলে ব্যস্ত জায়গা থেকে একটু দূরে মোটামুটি ১কিমি দূরে জমি খুঁজুন। জমি পেলে বাজার দর দেখে রাজি হন । দরদস্তুর করতে পারেন। যোগাযোগ ব্যবস্থা কেমন সেটাও দেখার বিষয়।জমি কেনার আগে জমির চেন ডিড, পর্চা,খাজনা, বাস্তুর কাগজ এর জেরক্স নিয়ে নেবেন এবং স্থানীয় বি এল আরো অফিসে যোগাযোগ করে জমির সংক্রান্ত খোঁজ নিন। সবকিছু ঠিক হলে জমির আশেপাশে স্থানীয় লোকের কাছে খোঁজ নিন।চলবে...... তৃতীয় ভাগ
বাড়ি তৈরীর ড্রইং
No comments:
Post a Comment