আপনি জানেন কি আপনার দেখা রোজকার টিভি সিরিয়ালগুলো আপনার শরীরের বিভিন্ন রোগের আঁতুড়ঘর! অবাক হলেন, এটাই সত্যি। কারণ নিয়মিত একই সময়ে দীর্ঘক্ষণ টিভির সামনে বসে বিভিন্ন সিরিয়াল এর কাহিনীগত ইমোশনাল প্লট দেখতে দেখতে আপনিও সেই অলীক ঘটনার একজন ব্যক্তিতে পরিণত হন আপনার নিজের অজান্তে। প্রতিদিন নিয়মিত সময়ে যখন সিরিয়ালের বিভিন্ন ইমোশন আপনি গোগ্রাসে গিলতে থাকেন তখন যে স্ট্রেস তৈরি হয় তাকে বলে সমাটিক স্ট্রেস। এতে আপনার শরীরের ডিএনএ ঘড়ি আপনার বিভিন্ন তন্ত্রের উপর নিয়মিত এই সমাটিক স্ট্রেস দ্বারা মস্তিষ্কের থেকে ডোপামিন রিসেপ্টর গুলোকে প্রথমে উজ্জীবিত করে, এরপর বিভিন্ন হরমোন এবং উৎসেচক গুলিকে আপনার বিভিন্ন তন্ত্রে সিরিয়াল এর ইমোশন অনুযায়ী সংবাদ প্রেরণ করে। এর ফলে আপনার শরীরে- শরীরের ইচ্ছাবিরুদ্ধ হয়েই নানা রাসায়নিক বিক্রিয়া ঘটায়। এতে সৃষ্টি হয় নানা রোগের উপসর্গ। যেমন: থাইরয়েড, হার্ট, কিডনি, ইরিটেবল বাওয়েল সিনড্রোম, হজমের গোলমাল, অনিদ্রা, এরকম নানা রোগ।উপরন্তু টিভি থেকে নিঃসৃত ক্ষতিকর কিরণ আপনার শরীরে ক্যানসারের সম্ভাবনা বাড়িয়ে দেয়। সাধারণ একটি সমীক্ষা থেকে দেখা যায় যে, যেকোনো সাধারণ মানুষ যিনি অন্যান্য মানুষের থেকে টিভি এবং তথাকথিত প্যান প্যানে সিরিয়াল কম দেখেন তিনি অনেক বেশি সুস্থ।।www.sivamconstruction.in
No comments:
Post a Comment